মতিঝিলে আবাসিক হোটেল থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১১:৪৬ | প্রকাশিত : ০৫ মার্চ ২০২৪, ১০:১৯

রাজধানীর মতিঝিলের নিউ ইস্টার্ন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে শ্রী রঞ্জিত নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত পৌনে ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়ে এ খবর নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ।

জানা গেছে, নিহত ঠিকাদার রঞ্জিত রাঙ্গামাটির কোতোয়ালি থানার জিপতলী চেয়ারম্যানপাড়া গ্রামের মৃত হেমন্ত লাল চাকমার ছেলে। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

পুলিশের পাঠানো বার্তা থেকে জানা যায়, সোমবার দিনগত রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় রঞ্জিতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই পঙ্কজ দাস জানান, সোমবার দুপুর ২টার দিকে ব্যবসায়ী রঞ্জিত নিউ ইস্টার্ন হোটেলের ৬০৭/সি নম্বর রুমে ওঠেন। পরবর্তীতে হোটেল বয় এবং তার আশপাশের রুমে অবস্থানকারীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে খাটের ওপর শোয়া অবস্থায় রঞ্জিতের অচেতন দেহ উদ্ধার করে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘ব্যবসায়ীর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/০৫মার্চ/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

ডেমরায় কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যালি ও লিফলেট বিতরণ

‘গেটলক’ সিস্টেম না মানলে বাসের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

‘সানভীস বাই তনি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, শোরুম সিলগালা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

এই বিভাগের সব খবর

শিরোনাম :