মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৪, ১৫:১৬

ঘরের মাঠে লা হাভরের বিপক্ষে জিতলেই অফিশিয়ালি লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হতো পিএসজির। কিন্তু লে হাভরের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে শিরোপার অপেক্ষা বাড়ে পিএসজির। পরের ম্যাচে জিতলেই ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হতো তারা। কিন্তু তার আগেই শিরোপা জয় নিশ্চিত হয়ে গেল কিলিয়ান এমবাপ্পেদের।

লিঁও-র মাঠ পার্ক অলিম্পিকে নেমেছিল মোনাকো। পিএসজির প্রার্থনা ছিল, মোনাকো যেন জিততে না পারে। তাহলেই শিরোপা চলে আসবে পার্ক দে প্রিন্সেসে। কিন্তু ২১ সেকেন্ডে বেন ইয়েদেরের গোলে মোনাকো এগিয়ে যাওয়ার পর পিএসজি সমর্থকদের কেউ কেউ হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন। লিঁও সেই হতাশা সরিয়ে মোনাকোকে শেষ পর্যন্ত ৩-২ গোলে হারিয়ে পিএসজি সমর্থকদের এনে দিল উৎসবের উপলক্ষ।

তবে লিগটা পিএসজির জন্য অনেকটাই ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ হয়ে গেছে। গত ১২ মৌসুমের মধ্যে এ নিয়ে ১০মবার লিগ জিতল পিএসজি।

ম্যাচে ২১ সেকেন্ডে বেন ইয়েদেরের গোলে মোনাকো এগিয়ে যায়। সমতায় ফিরতে ২২ মিনিট সময় লেগেছে লিঁও-র। সাবেক আর্সেনাল তারকা আলেক্সান্দার লাকাজেতের গোলে সমতায় ফেরে তারা। চার মিনিট পর সাইদ বেনরাহমার গোলে এগিয়েও যায় লিঁও।

৬৬ মিনিটে বেন ইয়েদারের দ্বিতীয় গোলে সমতায় ফেরে মোনাকো। ড্র হলেও কপালে চিন্তা থাকত পিএসজির। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে তাদের সেই চিন্তা থেকে মুক্তি দেয় লিঁও। জয়সূচক গোল করেন মালিক ফোফানা। শেষ পর্যন্ত ৩-২ গোলের ম্যাচটাই পিএসজি সমর্থকদের এনে দিল উৎসবের উপলক্ষ।

লিগ ওয়ানে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচ খেলে মোনাকো ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। দুই দলের মধ্যে তিনটি করে ম্যাচ বাকি আছে। পিএসজি নিজেদের বাকি ৩ ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পেলেও সমস্যা নেই। কারণ মোনাকো নিজেদের বাকি ৩ ম্যাচ জিতলেও পিএসজির পয়েন্ট টপকে যেতে পারবে না।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :