আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের খবর যেভাবে আসছে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৪, ১৯:৩৭| আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ২০:২৬
অ- অ+

বাংলাদেশে চলমান গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করেছে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী গণমাধ্যম।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এমনকি সংবাদমাধ্যমটি সবার আগেই নিশ্চিত করে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছরের শাসনামলের সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গণমাধ্যমকে বলেছেন, সেনাবাহিনী একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে এবং বিক্ষোভকারীদের শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত, অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা সেনাবাহিনীর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি গত প্রায় ১০ মাসের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল-গাজা যুদ্ধ বিষয়ক সংবাদ সরিয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতির সংবাদকে নিজেদের হোমপেজে লিড করে রেখেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ছাত্র নেতৃত্বাধীন সরকার পতনের এক দফা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার গঠন করা হবে’।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশটিতে স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় কয়েকশ মানুষ নিহত হওয়ার পর হাসিনা সরকারের পতন হলো।

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) খবরের শিরোনাম ‘ব্যাপক অস্থিরতার মধ্যে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে তাণ্ডব চালিয়েছে’।

প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং সোমবার দেশ ছেড়ে পালিয়েছেন। এরপরই হাজার হাজার বিক্ষোভকারী তার সরকারি বাসভবন (গণভবন) এবং তার দল ও পরিবারের সঙ্গে যুক্ত অন্যান্য ভবনে হামলা চালিয়েছে।’

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ‘দেশ ছেড়েছেন শেখ হাসিনা, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধানের’।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে হাসিনার দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা। সেখানে তাদের উল্লাস করতে দেখা গেছে। পাশাপাশি শেখ হাসিনার বিচার চেয়ে স্লোগান দিয়েছে কেউ কেউ। এসময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে।’

আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, দেশজুড়ে সহিংস বিক্ষোভের নতুন ঢেউ উঠলে পদত্যাগ করে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, সৌদি আরবের আরব নিউজ, তুর্কি বার্তা সংস্থা আনাদোলু, ভারতীয় সংবাদমাধ্যম আন্ডিয়া টুডে, আনন্দবাজারসহ বিশ্বের প্রভাবশালী অন্যান্য সংবাদমাধ্যমও বাংলাদেশের চলমান পরিস্থিতির সংবাদ প্রকাশ করেছে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ প্রতিরোধে ৩৫ সংগঠনের ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা