সিকিমে ৮০০ ফুট গভীর খাদে পড়ে পড়ল ভারতীয় সেনাবাহিনীর গাড়ি, নিহত ৪

ভারতের পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাওয়ার পথে সেনাবাহিনীর একটি গাড়ি প্রায় ৮০০ ফুট গভীর খাদে পড়ে গেছে। এতে চার সেনাসদস্য নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সিকিমের পাকিয়াং জেলায় পশ্চিমবঙ্গের বিন্নাগুড়িতে অবস্থানরত সেনাবাহিনীর ইএমসি সদস্যদের বহনকারী গাড়িটি রেনক-রংলি হাইওয়ে বরাবর রাস্তা থেকে গভীর খাদে ছিটকে পড়ে নিচে একটি জঙ্গলে পড়ে যায়। এতে চার সেনা সদস্য নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। গাড়িটিতে চারজন আরোহী ছিলেন যাদের সবাই ঘটনাস্থলেই মারা যান।
নিহতরা হলেন– মধ্যপ্রদেশের সিপাহী প্রদীপ প্যাটেল, ইম্ফলের বাসিন্দা সিএফএন ডব্লিউ পিটার, হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপান্ডি।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার তদন্ত চলছে।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার পেডং থেকে সিল্ক রুট ধরে জুলুকের দিকে যাচ্ছিলেন তারা। পথে দালোপচাঁদ দারা এলাকায় গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। এসময় প্রায় ৭০০ থেকে ৮০০ ফুট নিচে পড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এফএ)

মন্তব্য করুন