গাজায় স্কুলে হামলা, জাতিসংঘের ৬ কর্মীসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪
অ- অ+

মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে জাতিসংঘের ছয় কর্মীসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, জাতিসংঘ পরিচালিত আল-জাউনি স্কুলে এ হামলায় নারী ও শিশুদের দেহ টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মানুষ সেসব এক স্থানে জড়ো করেন।

নিহতদের মধ্যে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপকসহ ইউএনআরডব্লিউএ-এর ছয়জন কর্মী রয়েছেন। সংস্থাটি বলেছে, ১১ মাসের যুদ্ধে একক ঘটনায় এটিই তার কর্মীদের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। স্কুলটিতে বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন।

হামলা পরবর্তী এক ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে ইউএনআরডব্লিউএ-এর লোগো পড়ে আছে। উদ্ধারকারীরা টুকরো মরদেহ খাবারের ব্যাগে করে সরিয়ে নিচ্ছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ দল
অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালের রূপ দেওয়ার ব্যর্থ চেষ্টা তরুণীর!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা