হজ ও ওমরাহ যাত্রীদের জন্য শাহজালালে টিকাদান নির্দেশিকা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, ১২:১৮
অ- অ+

সৌদি আরবের হালনাগাদ স্বাস্থ্যবিধি অনুসারে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

এই নির্দেশিকা ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ বিষয়ে সকল বিমান সংস্থা ও বিমানবন্দর স্টেকহোল্ডারদের কাছে চিঠি পাঠান। চিঠিতে নতুন শর্তের বিষয়টি তুলে ধরা হয়েছে।

নির্দেশিকা অনুসারে, এই নিয়মটি হজ, ওমরাহ বা ভিজিট ভিসায় সৌদি আরবে ভ্রমণকারী সকলের জন্য প্রযোজ্য হবে।

ওমরাহ ও হজযাত্রীদের ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে এবং ভ্রমণের সময় তাদের সঙ্গে টিকাদান সনদ বহন করতে হবে। তবে এই নির্দেশিকা এক বছরের কম বয়সি শিশুদের জন্য নয়।

এছাড়া গত তিন বছরের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন, তাদের সৌদি আরবে প্রবেশের জন্য পুনরায় টিকা গ্রহণের প্রয়োজন নেই।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সকল বিমান সংস্থাকে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা