নাশকতা মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, ১৫:২৮| আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৫:৩৫
অ- অ+

নাশকতার এক মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে হরতাল চলাকালে কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছিল।

সোমবার (২০ জানুয়ারি) সেই মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতির আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালতের বিচারক আফরোজা শিউলি।

বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু।

এর আগে ২০১৫ সালের ২৫ জানুয়ারি পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলাটি দায়ের করে। পরে মামলার চার্জশিটে আসামি হিসেবে আরও ১০ জনের নাম যুক্ত করে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) মামলাটি চার্জের জন্য ছিল। আদালত শুনানি শেষে খালেদা জিয়াসহ ৩৬ জন আসামিকে অব্যাহতি দেন। বাকি ৬ আসামি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

অ্যাডভোকেট কায়মুল হক রিংকু জানান, ২০১৫ সালের ২৫ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা-চটগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় বেগম খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া এই মামলায় ৩২ নম্বর আসামি।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে এই মামলা দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা