মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, ১১:২৩| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩৩
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদালয়ের (জবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর চারটার দিকে পুরান ঢাকার কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি মেস থেকে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম সাবরিনা রহমান শাম্মী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার দিনগত গভীর রাতে তিনি গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে।

জবির এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘নিহত শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের ছাত্রী মেসে একটি রুমে একাই থাকতেন। তার পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘ভোর ৫টায় ঘটনা শোনামাত্রই আমি সূত্রাপুর থানায় যাই। জানতে পেরেছি, বুয়েটের এক শিক্ষার্থীর সঙ্গে শাম্মীর প্রেমের সম্পর্ক ছিল।’

তিনি আরও বলেন, ‘আত্মহত্যার নেপথ্যের আসল ঘটনা জানার জন্য এবং কেউ যদি প্রকৃত অপরাধী হয় তার বিচার নিশ্চিত করার জন্য পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার গ্রামের বাড়ি যশোরে নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা