ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রলীগ করতে বাধ্য করা হতো: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩
অ- অ+

পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আমাদের সবাইকে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকতে হয়েছে। যখনি সুযোগ হয়েছে তখনি সেই শৃংখল ভেঙেছি। আমরা বুক চিতিয়ে এক জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগে লড়াই করেছি।

শনিবার গভীর রাতে পঞ্চগড় সরকারি স্টেডিয়ামে পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট ফর ইয়ূথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, গুজব লীগ গুজব ছড়াবে। হাজার কোটি টাকা পাচার করে মুখে চুন কালি মেখে যখন আপনাদের সামনে দাঁড়াতে পারে না, তখন কাটা তারের ওপার থেকে প্রপাগান্ডা ছড়ায়। তাদের জননী এবং তাদের কোনো সন্তানকে এই বাংলাদেশে আর প্রশ্রয় দেব না।

কনসার্টে নগর বাউল জেমসসহ স্থানীয় ও অতিথি শিল্পীরা গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী উদ্বোধনী বক্তব্য দেন।

(ঢাকা টাইমস/২৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা