ডাকাতির প্রস্তুতিকালে উত্তরায় ১২ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, ২১:৩৫
অ- অ+

ঢাকা-আশুলিয়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উত্তরা এলাকার পেশাদার ডাকাত চক্রের ১২ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ রুবেল (২৭), মুছা মৃধা (২২), মো. রাজন (১৯), জুয়েল (২৬), কাশেম (৪১), টুটুল আলী (৪০), মো. সুজন (২২), শাওন হাওলাদার (৩০), ৯। মো. রিপন (২৫), ওমর ফারুক (২২), শাকিল (২৩) ও মো. নাজমুল হাসান (২৫)।

রবিবার রাতে উত্তরা পশ্চিম থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে বলে সোমবার জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় দুষ্কৃতকারী উত্তরা ৯নং সেক্টরের ঝিলপাড় শাপলা মসজিদের উত্তর পাশে ঢাকা-আশুলিয়া মহাসড়কে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি আভিযানিক দল দ্রুত সেখানে পৌঁছে ১২ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি ধারালো লোহার চাপাতি ও দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল, মুছা, জুয়েল ও কাশেমের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম, তুরাগ ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা