স্ট্রোক করে পড়ে ছিলেন ঘরে, ৯৯৯-এ ফোনকলে উদ্ধার অসুস্থ বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:১৩
অ- অ+

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলে রাজধানীর খিলগাঁও থানার গোড়ান সিদ্দিকবাজার হাড়ভাঙ্গা মোড় থেকে এক অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

তিনি জানান, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাদের প্রতিবেশী এক বৃদ্ধ অসুস্থ ব্যক্তি যিনি একা থাকেন, গতকাল থেকে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না। আজও তারা বৃদ্ধের বাসার দরজায় অনেকক্ষণ নক করেছেন, কিন্তু কোনো সাড়া পাননি। কলার জরুরি পুলিশি সহায়তার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জিয়াউর রহমান। পরবর্তীতে কলার ও উদ্ধার সংশ্লিষ্ট পুলিশ দলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মহিউদ্দীন মুন্না।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে খিলগাঁও থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙ্গে অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়।

প্রাথমিকভাবে জানা যায় স্ট্রোক করার কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তিনি নড়া-চড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেন। পুলিশ দল যাওয়ার পর তিনি উঠে বসেন। কিন্তু নড়া-চড়া করতে পারছিলেন না।

আরও জানা যায়, অসুস্থ ব্যক্তি বিআইডব্লিউটিএ-এর একজন অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের খনিজসম্পদ চুক্তি স্বাক্ষর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা