রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন   

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:০৯| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:২০
অ- অ+

রংপুরে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যার দায়ে স্বামী ওসমান গণিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ওসমান গণির বাবা সহিদুল হককে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বারোবিঘা গ্রামের সহিদুল হকের ছেলে ওসমান গণির সাথে আমজাদ হোসেনের কন্যা মঞ্জুয়ারা খাতুনের বিবাহ হয়। বিয়ের পর থেকে সংসারে অভাবের কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হয়। এরই এক পর্যায়ে ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন স্বামী। এ ঘটনায় নিহত মঞ্জুয়ারা খাতুনের বাবা আমজাদ হোসেন ২৫ সেপ্টেম্বর বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক আখতারুজ্জামান প্রধান ২০১৬ সালের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা এই রায় প্রদান করেন।

সরকারি আইন কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, আমরা ন্যায় বিচার পেয়েছি। এই রায়ের ফলে সমাজে অপরাধের হার কমে আসবে।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী সুলতান আহমেদ জানান, আমরা ন্যায় বিচার পাইনি। উচ্চ আদালতে আপিল করবো বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/২৮জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা