যৌথ বাহিনীর অভিযান, মোহাম্মদপুরে বস্তিতে মিলল হ্যান্ড গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:১৫
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় লাউতালা বস্তিতে অভিযান চালিয়ে হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানে বিভিন্ন প্রকারের সাতটি গ্রেনেড পাওয়া যায়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত লাউতলা বস্তিতে চলে এই অভিযান।

জানা গেছে, মোহাম্মদপুরের লাউতলা খাল থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গ্রেনেডের মধ্যে রয়েছে- একটি হ্যান্ড গ্রেনেড, তিনটি সাউন্ড গ্রেনেড ও তিনটি স্মোক গ্রেনেড। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। উদ্ধার আলামত বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ধারণা করা হচ্ছে, গ্রেনেডগুলো ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৪০ ফিট এলাকায় অভিযানটি চালানো হয়। অভিযানে থানা থেকে লুট হওয়া বিভিন্ন ধরনের গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের খনিজসম্পদ চুক্তি স্বাক্ষর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা