লালবাগে মাহবুব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, ১৩:২২| আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৩:৪৭
অ- অ+

রাজধানীর লালবাগে অটোরিকশাচালক মাহবুব হত্যা মামলার প্রধান আসামি মো. অনিককে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি দল।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে বাসা থেকে বের হন লালবাগ এলাকায় বসবাসকারী অটোরিকশাচালক মাহবুব আলম (৩২)। ওই রাতে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে পিচ্চি মনির গ্যাংয়ের সক্রিয় সদস্য আসামি মো. অনিক ও তার সঙ্গীয় অপরাপর আসামিরা লালবাগের জেএন সাহা রোড এলাকায় ভিকটিম মাহবুবকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র, ছুরি, চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। আসামিদের আক্রমণে ভিকটিম মাহবুব হাতে, মাথার পেছনে ও পায়ের গোড়ালিতে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান।

পরবর্তীতে পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাহবুবের রক্তাক্ত লাশ দেখতে পায়। এ ঘটনায় মাহবুবের মা আমেনা বেগম বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় আসামি অনিকসহ ১৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় মঙ্গলবার রাতে র‌্যাব-১০ একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অনিককে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি অনিক হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের খনিজসম্পদ চুক্তি স্বাক্ষর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা