সৈয়দপুরে ঘর থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, ১৩:৫৭
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে নিজের শোবার ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পুলিশ লাশ থানায় নিয়ে গেছে।

উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের নম্বর ওয়ার্ড ডাঙাপাড়ায় এই ঘটনা ঘটেছে। ওই তরুণের নাম হাফিজুল ইসলাম (২২) তিনি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

পরিবারের দাবি, হাফিজুল আত্মহত্যা করেছেন। কিন্তু এর কারণ কেউ জানাতে পারেনি। মাস হলো বিয়ে করেন হাফিজুল। স্ত্রী বা পরিবারের কারো সাথে কলহের বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার এসআই জয়ন্ত রায় বলেন, ‘গলায় মাফলার পেঁচিয়ে ঘরের সিলিংয়ের সাথে ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করেছি। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। রাত ১০টা থেকে ভোর চারটার মধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

পরিবারের লোকজন লাশ থানায় আনতে বাধা দেয় বলে জানান সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আখতার হোসেন। তিনি বলেন, কিন্তু নিহতের স্ত্রী এজাহার দায়েরের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা