মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ২৩:৫১
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চলমান ছিনতাই-বিরোধী বিশেষ অভিযানে ৩ জন ছিনতাইকারীকে চাপাতি ও চাকুসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন মো. ইসলাম সাইদুল (২৩), মো. সাগর (২৪) ও ইমাম হোসেন (২১)।

বৃহস্পতিবার মোহাম্মদপুর থানা এলাকায় চলমান ছিনতাই বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ব্যাটেলিয়নটির সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

তিনি বলেন, এদিন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে মোহাম্মদপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন স্থানে ছিনতাই এর উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুত গ্রহণ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর এলাকা থেকে ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে ছিনতাইকারীদের দখল হতে দেশীয় অস্ত্র ১টি চাপাতি ও ২টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. ইসলাম সাইদুলের নামে বিভিন্ন থানায় ৪টি ছিনতাই মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা