জমিতে ধান রোপণ নিয়ে কৃষককে পিটিয়ে হত্যা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, ২১:১৬
অ- অ+

চাঁদপুরের হাজীগঞ্জে জমিতে ধান রোপণকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে স্থানীয় প্রভাবশালীদের পিটুনিতে সেলিম কবিরাজ (৪৫) নামের একজন কৃষক মারা গেছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌরশ্বের পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাজীঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক।

ওই গ্রামের কবিরাজবাড়ির আবুল কালাম কবিরাজের ছেলে সেলিম পেশায় কৃষক এবং ছেলে কন্যাসন্তানের বাবা।

স্থানীয় বাসিন্দা ইমান হোসেন সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে স্থানীয় মাঠে ধান আগে-পরে রোপণ নিয়ে কৃষক সেলিমের সাথে আজিজ কাজী জাহাঙ্গীর কবিরাজের কথা কাটাকাটি হয়। ওই দিন রাতেই ঘটনাটি সমাধান করে দেয় স্থানীয়রা। কিন্তু আজিজ কাজী জাহাঙ্গীর কবিরাজ প্রভাবশালী হওয়ার কারণে তাদের পক্ষ নেয় স্থানীয় আরো কিছু লোক। তারা পরিকল্পনা করে জুমার নামাজের আগে মসজিদের পাশে লাঠিসোটা এনে রাখে। নামাজের পরেই সেলিমের ওপর হামলা করে তারা। তাদের পিটুনিতে ঘটনাস্থলেই মারা যান সেলিম।

সেলিমের স্ত্রী বিলকিস বেগম মেয়ে শারমিন জানান, পরিকল্পনা করে আলিজ্জামানের ছেলে চানমিয়া, আজিজ, তারা মিয়া নুরু মিয়া, আব্দুর রবের ছেলে আকবর, আনিস, আনিছের ছেলে জাহাঙ্গীর, রোশেদ, মেহেদী, মোতালেব কাজীর ছেলে রিয়াদ, খালেকের ছেলে নাছিরসহ প্রায় ৩০ জন হামলা করে সেলিমকে হত্যা করে।

সেলিমের ছেলে সবুজ হোসেন জানান, ঘটনাস্থল থেকে তার বাবাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক বলেন, এই ঘটনায় থানায় অভিযোগের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা