দিনাজপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪
অ- অ+

দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও সহকারী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুরের বিরামপুরস্থ ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ট্রাকচালক মাহবুব আলী ও সহকারী আরিফ হোসেন। দুজনের বাড়ি পঞ্চগড় জেলায়।

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন দিনাজপুরের বিরামপুর উপজেলাস্থ ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার সময় ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে রেলক্রসিং পার হওয়ার সময় একতা এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হয় ট্রাকের সহকারী আরিফ হোসেন। গুরুতর আহত হয় ট্রাকচালক মাহবুব আলী। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর ইসলাম সাজিদ জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে নিহত ট্রাকের সহকারীর মরদেহ উদ্ধার করে। ট্রাকচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রাথমিক অবস্থায় জানা যায়, পাথরবোঝাই করে ট্রাকটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

(ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা