যুমনা ইলেকট্রনিক্সের নতুন ৬ মডেলের এসি বাজারে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৯
অ- অ+

আসন্ন গরমে ভোক্তাদের কথা মাথায় রেখে দেশের খ্যাতনামা ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স নতুন ৬টি মডেলের এসি বাজারে এনেছে। এসিতে অত্যাধুনিক প্রযুক্তির 5D ইন্টেলিজেন্ট ডিসি ইনভার্টার ব্যবহার করা হয়েছে, যা বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে বাংলাদেশে প্রথমবারের মতো এসিতে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল গ্লাস।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর পল্টনে একটি হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন মডেলের এসিগুলোর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের পরিচালক (এইচসিএম) আফসার উদ্দিন, পরিচালক (মার্কেটিং) সেলিম উল্যা সেলিম, টেকনিক্যাল হেড কিন হুয়ান, আরঅ্যান্ডডি প্রধান লিউ গুইইং, হেড অব সেলস আক্তারুজ্জামান, সিনিয়র ম্যানেজার (প্রডাক্ট ম্যানেজমেন্ট) ইব্রাহিম হোসেন সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

পরিচালক (মার্কেটিং) সেলিম উল্যা সেলিম বলেন, পথ চলার প্রথম দিন থেকে যমুনা ইলেকট্রনিক্স দক্ষ জনশক্তি, উন্নত মানের কাঁচামাল দ্বারা পণ্য উৎপাদন করছে। সেই ধারা এখনো অব্যাহত আছে। প্রতিনিয়ত পণ্যের মান উন্নয়নে যমুনা ইলেকট্রনিক্স নিরলসভাবে কাজ করছে।

টেকনিক্যাল হেড কিন হুয়ান বলেন, পার্টনারদের সঙ্গে মজবুত সম্পর্ক গড়তে যমুনা পরিবার আগ্রহী। বাংলাদেশে একমাত্র যমুনা বিশ্বমানের মেশিন এবং কাঁচামাল নিয়ে এসি উৎপাদন করে থাকে। যমুনার প্রতিটি এসি ক্রেতার হাতে পৌঁছানোর আগে শতভাগ কোয়ালিটি নিয়ন্ত্রণ করা হয়, যাতে ভোক্তাদের অসুবিধায় পড়তে না হয়।

সিনিয়র ম্যানেজার (প্রডাক্ট ম্যানেজমেন্ট) ইব্রাহিম হোসেন বলেন, বাজারে প্রথমবারের মতো ক্রিস্টাল গ্লাসের এসি এনেছে যমুনা যা আগামী গ্রীষ্ম মৌসুমে পার্টনারদের ব্যবসায় বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। বাজারে যেসব এসি পাওয়া যায় সেগুলো ডিসি ইনভার্টার নয়, ইন্টেলিজেন্ট নয়। যমুনা এসিতে ইন্টেলিজেন্স ডিসি ইনভার্টার ব্যবহার করা হয়েছে। এ কারণে ১২ ঘণ্টা ব্যবহার করলেও যমুনা এসির বিল মাসিক ৮০০ টাকার কম আসবে। এছাড়া যমুনা এসিতে অত্যাধুনিক সুপার কুলিং প্রযুক্তির 5D এআই ইনভার্টার ব্যবহার করা হয়েছে যা দ্বিগুণ বিদ্যুৎ সাশ্রয়ী।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক ডিলার অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে ডিলাররা নতুন মডেলের এসি বুকিং-এ আকর্ষনীয় অফার পান এবং অনেকেই স্পট অর্ডার প্রদান করেন। এছাড়া আগত অতিথি ও ডিলারদের জন্য ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র পুরস্কার ও যমুনা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার।

(ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা