শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

বুয়েটের ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, ৫২ জনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৯
অ- অ+

ক্যাম্পাসের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আট শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও আরও ৫২ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি ও শোকজ করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বুয়েটের ডিএসডাব্লিউ অধ্যাপক ড. এ কে এম মাসুদ।

তিনি বলেন, আমাদের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের শৃঙ্খলাভঙ্গের কারণে ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ১২ জনকে বিভিন্ন মেয়াদে টার্ম বহিষ্কার করা হয়েছে। ছয়জনকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে এবং শেষ বারের মতো সতর্ক করা হয়েছে। হলের সিট বাতিল করা হয়েছে সাতজন শিক্ষার্থীর ও ২৭ জনকে সতর্ক করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তি পাওয়াদের নাম-পরিচয় প্রকাশ না করায় তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ক্যাম্পাসে বিক্ষোভও করেছিল সাধারণ শিক্ষার্থীরা। (ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা