ছেলে ও শ্বাশুড়িসহ পলকের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৮
অ- অ+
ফাইল ছবি

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এক কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৯৬৬ টাকার ১৫.১৫ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পলকের নামে ১২টি, ছেলের নামে ২টি এবং তার শ্বাশুড়ির নামে ৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, নাটোর-৩ আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামের অর্জিত সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

পলকের স্থাবর সম্পদ জব্দের মধ্যে রয়েছে, ১৫ দশমিক ১৫ একর সম্পদ। এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় মোট ১৪ দশমিক ৯৮৫ একর জমি, দুটি বিল্ডিং ও চারটি দোকান রয়েছে। তার ছেলে অপূর্ব জুনাইদের নামে চার লাখ ৮৭ হাজার ৩৬৫ টাকার ৬ শতক জমি রয়েছে। এ ছাড়া ৩৫ লাখ টাকার পূর্বাচলে ১০ কাঠা জমি আছে।

অস্থাবর সম্পদের মধ্যে- পলকের ১২টি ব্যাংক হিসাবের ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬১৭ টাকা, তার ছেলে অপূর্ব জুনাইদের ২টি ব্যাংক হিসাবে আছে ৫৫ লাখ ৩৭ হাজার ১১৭ এবং তার শাশুড়ি লাইলা জেসমিনের চারটি ব্যাংক হিসাবে রয়েছে ১ কোটি ৮৩ লাখ ২০৩ টাকা।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা