অপারেশন ডেভিল হান্ট: মোংলায় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৩| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৪
অ- অ+

অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় রাতভর অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে মোংলা থানার মালগাজী এলাকা এবং দিগরাজ বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে চারজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. জাহাঙ্গীর হোসেন (৪৩), মো. ডালিম (৫২), মো. শফিকুর রহমান (৭২), বিধান চন্দ্র রায় (৬৬)। আটকের সময় একটি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।

(ঢাকা টাইমস/১১ফেব্রুয়ারি/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা