হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান কারাগারে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৪
অ- অ+

হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানকে ৯ জন ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল ১০টায় কঠোর গোপনীয়তার মাধ্যমে পুলিশ তাকে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল আলীম এর আদালতে হাজির করলে, আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি নাজমুল ইসলাম জানান, মজিদ খানকে আদালত হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাত ৯টার দিকে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে রাতে তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করে।

মজিদ খানের বিরুদ্ধে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বানিয়াচঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৯ জন ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ ভুয়া সংগঠন: বিএনপি
অনলাইন নিউজ পোর্টালের জন্য যেসব সুপারিশ করেছে সংস্কার কমিশন
‘জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি’
ডিপিএল: শেষ বলে পারটেক্সের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা