পালায় আওয়ামী লীগ, বিএনপি পালায় না: ফজলুল হক 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১
অ- অ+

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি ফজলুল হক মিলন বলেছেন, ‘আওয়ামী লীগ নেতারা অহংকার করতো, সবসময় বড় করে বলতো তারা পালিয়ে যায় না, আজকে তাদের পরিণাম কি হল? আমাদের দল বিএনপি কখনো পালিয়ে যায় না। আওয়ামী লীগ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি সবসময় শিক্ষার মান কিভাবে ভালো করা যায় সেদিকে নজর রাখে।’

শনিবার দুপুরে গাজীপুরের পূবাইল থানাধীন মাজুখান একটিভ প্রি-ক্যাডেট হাই স্কুল এবং কুদাব বিএম গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় গুম, খুন বেশি হয়েছে। আওয়ামী লীগের সময় আমরা কোন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যেতে পারিনি। সকলের সহযোগিতায় ফ্যাসিবাদ সরকার পতন হয়েছে। বিএনপি কল্যাণের জন্য কাজ করে।’

এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মো. মনির হোসেন বকুল, পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, পূবাইল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, পূবাইল থানা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান রাজীব প্রমুখ।

(ঢাকা টাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া, গাড়ি চালিয়ে নিয়ে গেলেন তারেক রহমান
ট্রাফিক ইন-সার্ভিস সেইফ ড্রাইভিং কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা