মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৫, ০১:২১
অ- অ+

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ঘনিষ্ঠ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খান গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

এদিন রাতে ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত ১০ টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে হামজা খানকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেকের আস্থাভাজন। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সহ সম্পাদক। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় বিস্ফোরণ আইনের মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া।

(ঢাকাটাইমস/২৫জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা