মানিকগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯
অ- অ+

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক এবং পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুর রাজ্জাক রাজা। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান রাজা।

মো. আব্দুর রাজ্জাক রাজা মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশরা এলাকার মো. দোয়াত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজার মা জহুরা বেগম (৭০)। পরিবারের পক্ষ থেকে তার জানাজায় অংশগ্রহণের সুযোগ চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হলে, তা অনুমোদন দেওয়া হয়।

এরপর জেলা ম্যাজিস্ট্রেটের (রুটিন দায়িত্ব) আদেশে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি প্রহরায় মায়ের জানাজায় গিয়ে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের পর কান্নায় ভেঙে পড়েন রাজা। বাদজোহর রহমতপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় তিনটি মামলা রয়েছে, যার মধ্যে ছাত্র-জনতার ওপর হামলা, নাশকতা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, আদালতের নির্দেশে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল রাজাকে। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

(ঢাকা টাইমস/১৮ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা