বরকলে প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি  

বরকল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮
অ- অ+

রাঙামাটির বরকলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার শহীদ মিনারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(অ.দা.) রিফাত আসমা।

এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা জানান। এরপর ভাষা শহীদদের স্মৃতির স্মরণে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

এসময় আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবিমল চাকমা, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা, বরকল উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জুয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা