ইস্টার্ন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৫| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫
অ- অ+

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজাকুল হায়দার হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভাষা আন্দোলন ও বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মো. শামসুল হুদা, ট্রেজারার, ইস্টার্ন ইউনিভার্সিটি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটি শহীদ মিনারের পৃষ্ঠপোষক লায়ন আব্দুস সালাম চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য দেন ড. আবুল বাশার খান, রেজিস্ট্রার, ইস্টার্ন ইউনিভার্সিটি।

বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য এবং এর মধ্য দিয়ে প্রাপ্ত নানান অর্জন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন; এ.বি.এম. ইমদাদুল হক খান, আইন অনুষদের ডিন; ড. আবু বিন ইহসান, ফার্মেসী বিভাগের চেয়ারপারসন। তারা মাতৃভাষা দিবসের গুরুত্ব, বাংলা ভাষার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব এবং ভাষাগত বৈচিত্র্য ও ঐক্যের প্রচারের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেএম মনিরুল ইসলাম, উপ-পরিচালক, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও ক্যারিয়ার সার্ভিসেস।

এর আগে শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসে নির্মিত 'শহীদ মিনার'-এ পুষ্পস্তবক অর্পণ এবং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের স্মরণে।

(ঢাকা টাইমস/২২ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দৌলতপুরে পদ্মায় টর্নেডো, ভিডিও ভাইরাল
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা