সোনারগাঁয়ে এসির কম্প্রেশার বিস্ফোরণে নিহত ২ 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৮| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৭
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেশার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই ইলেকট্রিক শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার দুপুর ১টার দিকে উপজেলার কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংক শাখায় এ বিস্ফোরণ ঘটে।

নিহতরা হলেন— চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা রাফি (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

তিনি জানান, রবিবার দুপুরে কাঁচপুর ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেশার মেরামত করছিলেন তুহিন ও রাফি। এসময় কম্প্রেশার বিস্ফোরণে তারা দগ্ধ হন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এম এ আব্দুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। (ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুল ভালো রাখতে পুষ্টিকর ৩ ফল
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা