টঙ্গীতে আ.লীগ নেত্রীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৮| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ নেত্রীসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। এসময় এক হাজার ৭৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপস্) সালমান নূর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— স্থানীয় ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম (৫৮), মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)।

জানা যায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে র‌্যাব-১ এর একটি দল শনিবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত টঙ্গীর ব্যাংকের মাঠের বিভিন্ন গোপন মাদক আস্তানায় সাড়াশি অভিযান চালায়।

এ সময় মাদক কারবারি আওয়ামী মহিলা লীগ নেত্রী ময়না ও তার সহযোগী ওই পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এক হাজার ৭৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সালমান নূর আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা