টঙ্গীতে আ.লীগ নেত্রীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ নেত্রীসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এসময় এক হাজার ৭৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপস্) সালমান নূর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— স্থানীয় ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম (৫৮), মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)।
জানা যায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে র্যাব-১ এর একটি দল শনিবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত টঙ্গীর ব্যাংকের মাঠের বিভিন্ন গোপন মাদক আস্তানায় সাড়াশি অভিযান চালায়।
এ সময় মাদক কারবারি আওয়ামী মহিলা লীগ নেত্রী ময়না ও তার সহযোগী ওই পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এক হাজার ৭৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সালমান নূর আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/এসএ)
মন্তব্য করুন