আবুল হোটেল-মালিবাগ রেলগেট ক্রসিংয়ে যান চলাচলে ডিএমপির নতুন নির্দেশনা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৪
অ- অ+

ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় আবুল হোটেল ও মদিনা হোটেল ক্রসিং, মালিবাগ রেলগেট ক্রসিং এবং খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় প্রতিদিন সকাল ও বিকেলে যানজটের সৃষ্টি হয়।

এমতাবস্থায় ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ সিদ্ধান্ত নিয়েছে, রামপুরা আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংগুলোতে একমুখী যান চলাচল করবে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত একমুখী যান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আবুল হোটেল ক্রসিং থেকে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত রাস্তায় যানবাহন আবুল হোটেল ক্রসিং থেকে উভয় লেনে যানবাহন প্রবেশ করে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত শুধুমাত্র পূর্বদিকে যাবে।

এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলো খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং থেকে ডানে টার্ন করার পরিবর্তে সোজা পশ্চিমে গিয়ে মালিবাগ রেলগেইট ক্রসিং থেকে ডানে টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাবে।

আবার খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলো মদিনা হোটেল ক্রসিং থেকে ডানে টার্ন করার পরিবর্তে সোজা দক্ষিণে গিয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে এসে ডানে টার্ন করে মালিবাগ রেলগেইট হয়ে রামপুরা ব্রিজের দিকে/মৌচাকের দিকে যাতায়াত করবে।

গণবিজ্ঞপ্তিতে বলা আরও হয়, এমতাবস্থায় আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এবং মালিবাগ রেলগেইট ক্রসিং কেন্দ্রিক যানবাহন চালকদের (সংযুক্ত স্কেচম্যাপ অনুযায়ী) উল্লেখিত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসলেই কি আ.লীগ নিষিদ্ধ হবে নাকি নিষিদ্ধের ধোঁয়া তুলে রাজনীতি হবে?
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা