বগুড়ায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৫, ১২:২৪| আপডেট : ০১ মার্চ ২০২৫, ১২:৪৭
অ- অ+

বগুড়ায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে ধারালো ‘দা’ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টায় সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আনোয়ারা বেগম (৫৮) ও তার মেয়ে ছকিনা বেগম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

তিনি নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, ৭ বছর আগে সদরের আকাশতারা এলাকার রুবেলের সঙ্গে ছকিনার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে সম্প্রতি তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এর জেরে গত রাতে রুবেল ওই বাড়িতে যান। এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রুবেল ধারালো দা দিয়ে ছকিনা এবং আনোয়ারা বেগমকে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে পালিয়ে যান। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দেয়।

তিনি আরো বলেন, নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সাথে জড়িতকে ধরতে পুলিশ চেষ্টা করছে।

(ঢাকা টাইমস/০১মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা