নোয়াখালীতে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৫, ১৮:৪৮| আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৮:৪৯
অ- অ+

নোয়াখালী জেলা শহর মাইজদীতে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) জোরপূর্বক অপহরণ ও পরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকায় মাসুদ আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাসুদ আলম রাজগঞ্জ ইউনিয়নের মাদব সিংহ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

এর আগে শনিবার ভোরে অচেতন অবস্থায় শহরের হাউজিং নিজেদের বাসার সামনে থেকে স্থানীয়দের সহযোগিতায় ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের লোকজন। ভুক্তভোগী শিক্ষার্থী জেলা শহর মাইজদীর একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বর্তমানে সে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাসুদ আলম সৌদি আরব প্রবাসী। বিদেশে থাকা অবস্থায় গত কয়েকমাস ধরে মোবাইলে ও তার আগে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যত্ক করতেন মাসুদ। এসব বিষয়ে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মাসুদকে বারণ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ছাত্রীর কিছু আপত্তিকর ছবি তৈরি করে তাকে ব্লাকমেইল করে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

তারা আরও জানান, গত ১২ ফেব্রুয়ারি বিদেশ থেকে দেশে আসেন মাসুদ। গত ২৬ ফেব্রুয়ারি বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে মাইজদীর হাউজিং বাসা থেকে বের হয় ভুক্তভোগী শিক্ষার্থী। এরপর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। এ ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে পুলিশ ভুক্তভোগীর মোবাইলের সবশেষ অবস্থান চট্টগ্রামে শনাক্ত করে। শনিবার ভোরে হাউজিং এলাকায় তাদের বাসার সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন।

ছাত্রীর বরাত দিয়ে তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ২৬ তারিখ সকালে মাসুদ ও তার কয়েকজন সহযোগি ভুক্তভোগীকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে চট্টগ্রামের একটি বাসায় নিয়ে যায়। পরে সেখানে ভয়ভীতি দেখিয়ে কোর্টে এফিডেভিটের মাধ্যমে তাকে বিয়ে ও পরবর্তীতে তার ইচ্ছের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন মাসুদ। শনিবার ভোরে তাকে নিয়ে মাইজদী সিনেমাহলের সামনে এসে বাস থেকে নামলে মাসুদের চোখ ফাঁকিয়ে দিয়ে সে পালিয়ে আসে। তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ভুক্তভোগী ছাত্রীর পরিবারের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে থানার এসআই স্পেস ল্যাভ চৌধুরী প্রমোজ এর নেতৃত্বে একদল পুলিশ রাজগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে আটক করে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরণ ও ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।

(ঢাকা টাইমস/০১মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যাপক নিরাপত্তায় ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
এনআরবিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. তৌহিদুল আলম
খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা