শ্রীপুরে অটোচালককে হত্যা: তাকওয়া পরিবহনের চালককে গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গড়গড়িয়া মাস্টার বাড়ি অটোরিকশাচালক হত্যার ঘটনায় থানায় মামলার চার ঘণ্টা পর অভিযুক্ত তাকওয়া মিনিবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বিক্ষোভ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানায় নিহতের ছোট ভাই তৌহিদুল ইসলাম বাদী হয়ে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। নিহত অটোরিকশাচালক মো. লিটন মিয়া (৩৫) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাদখলা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।
গ্রেপ্তার তাকওয়া মিনিবাসের চালক মো. জনি মিয়া (২০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপরহাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি তাকওয়া পরিবহনের চালক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, অটোরিকশাচালককে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই মামলা করেছেন। এ ঘটনায় প্রধান আসামি তাকওয়া মিনিবাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জব্দ করা হয়েছে বাসটি।
উল্লেখ্য, সোমবার বিকালে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার এলাকায় এ ঘটনা ঘটে। আজ সকাল থেকে নিহতের স্বজন, অটোরিকশাচালকেরা ও স্থানীয় লোকজন বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
(ঢাকা টাইমস/০৪মার্চ/এসএ)

মন্তব্য করুন