শ্রীপুরে চার দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৫, ১৩:১১
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে চার দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন খান টেক্স নামে একটি তৈরি পোশাক কারখানার শতাধিক শ্রমিকরা।

বুধবার সকাল ৮টা থেকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সলিং মোড় এলাকায় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর‌েন তারা।

এ সময় যানবাহন আটকা পড়ে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপের পরও পোশাক শ্রমিকরা প্রায় তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, একাধিক অপারেটর পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। তারা গহনা বন্ধক রেখে কাজ করছেন। এভাবে কি জীবন চলে?

আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা দুই মাসের বকেয়া বেতন, ছুটির টাকা, হাজিরা বোনাস ও ঈদ বোনাস পরিশোধের তারিখ ঘোষণার দাবিতে সড়ক অবরোধ করেছেন। তারা কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস পেলে তবেই সড়ক অবরোধ প্রত্যাহার করবেন।

শ্রমিক ও পুলিশ জানান, মাওনা দক্ষিণ বারতোপা এলাকায় অবস্থিত খান টেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের দুই মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, হাজিরা বোনাস ও বাৎসরিক ছুটির টাকা, মাতৃত্বকালীন ছুটির টাকার পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মালিক পক্ষ তাদের কোনো আশ্বাস না দিয়ে তালবাহানা করছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শ্রমিকদের সাথে কথা বলেছি। শ্রমিকরা দাবি জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষকে সরেজমিনে এসে তাদের দাবি মেনে নিলে তবেই তারা সড়ক অবরোধ প্রত্যাহার করবেন।

(ঢাকা টাইমস/১২মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বর্ণের দাম আবারও বেড়েছে
ইসরাইলি ড্রোন হামলায় ইরানের পুলিশ প্রধানসহ নিহত ২
চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা