মির্জাপুরে শিশু ধর্ষণ

ধর্ষককে পালাতে সহায়তা করায় ছেলে গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৫, ২০:২৯
অ- অ+

মির্জাপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক ফিরোজ মিয়াকে পালাতে সহায়তা করায় এবং গ্রাম্য সালিশে প্রভাব বিস্তার করায় তার ছেলে সাব্বির হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মেহেরপুর জেলার গাংনি থানার রামনগর গ্রামের ভুট্টাক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি ফিরোজ মিয়া দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে (১০) টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় আব্দুল মালেক, বাবুল ফাজুসহ কয়েকজন গ্রাম্য মাতাব্বর এই ঘটনা ধামাচাপা দিতে সালিশ করেন। সালিশে ধর্ষককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

ঘটনার ১৯ দিন পর মার্চ শিশুটির মা পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের খবর পেয়ে আসামিরা আত্মগোপনে চলে যান।

ধর্ষক ফিরোজ মিয়ার ছেলে গ্রাম্য সালিশে প্রভাব বিস্তার করার পর তার বাবাকে পালাতে সহায়তা করে বলে পুলিশ জানায়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মেহেরপুর জেলার গাংনি থানার রামনগর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ধর্ষক ফিরোজ মিয়ার ছেলে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার সকালে সাব্বির হোসেনকে টাঙ্গাইল আদালতে হাজির করে দিনের রিমান্ড আবেদন করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ জানান।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত সাব্বিরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মূল আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে তিনি জানান।

এদিকে বুধবার দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব ভূক্তভোগী শিশুটির বাড়িতে যান। তিনি শিশুটির পরিবারকে আইনি সহায়তা পেতে এবং আসামিদের গ্রেপ্তারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

(ঢাকাটাইমস/১২মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা