গোপালগঞ্জে ধানক্ষেতে সেচ দেওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় নারী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বোরো ধানক্ষেতে সেচ দেওয়া নিয়ে শিলার স্বামী কাওছার মোল্যার সাথে ব্লক মালিক রবি মোল্যার কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় রবি মোল্যার লোকজন গৃহবধূ শিলা ও তার ছেলে লিমন, দেবরের স্ত্রী মারুফা খানম এবং ননদ জামাই আজিম খানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, ‘ধানক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
(ঢাকা টাইমস/১৯মার্চ/এসএ)

মন্তব্য করুন