রাঙ্গামাটিতে ৩ হাজার আনসার-ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৫, ২০:৩৭
অ- অ+

পার্বত্য জেলা রাঙ্গামাটির ১০টি উপজেলায় কর্মরত ৩০২৮ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০ টায় জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন। এ সময় সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল কাদীর, সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা শান্তনা চাকমা, সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. নাইম উদ্দিন রাসেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে প্রথমবারের মত তৃণমূলে কর্মরত ৩০২৮ জন ভাতা ভোগী আনসার, ভিডিপি, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডারদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেকে পোলাও চাল এক কেজি, সেমাই দুই প্যাকেট, সেমাই (লাচ্ছা) দুই প্যাকেট, গুড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডলস দুই প্যাকেট, ২০০ গ্রাম ঘিসহ অন্যান্য ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।

এর মধ্যে জেলার সদর উপজেলায় ১০৬, বাঘাইছড়ি ৩১৪, কাউখালী ৩৩৭, কাপ্তাই ১৮, নানিয়ারচর ৩০৬, জুরাছড়ি১৯, রাজস্থলী ১৯০, লংগদু ৯৩৮, বরকল ৬০৮, বিলাইছড়ি ১৯২ জনসহ মোট ৩০২৮ জনের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা