রাজবাড়ীতে জামিনে বের হয়ে দুধ দিয়ে গোসল করলেন ছাত্রলীগ নেতা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৫, ১৩:৩৪| আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৩:৫০
অ- অ+

জামিনে বের হয়ে গোলাপের পাপড়ি মেশানো দুধ দিয়ে গোসল করেছেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার রাতে সাইফুল ইসলামের দুধ দিয়ে গোসল করার ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, গোলাপের পাপড়ি মেশানো দুধের বালতি থেকে মগে করে দুধ উঠিয়ে সাইফুল ইসলাম গোসল করছেন।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম। পরে তাকে কারাগারে পাঠান আদালত। বুধবার (২৬ মার্চ) তিনি জামিনে বের হন। রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। জামিন পাওয়ায় বাড়িতে এসে দুধ দিয়ে গোসল করেছি।

(ঢাকা টাইমস/২৯মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা