বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৫, ১৮:৩৩| আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৮:৩৫
অ- অ+

ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৯ মার্চ) সকাল থেকে টানা ৮ দিনের ছুটি শুরু হয়েছে পঞ্চগড়ের বংলাবান্ধা স্থলবন্দরে। এই সময়ে দেশের একমাত্র চতুর্দেশীয় এই শুল্ক স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্য আমদানি রপ্তানি হবে না। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত ভ্রমণকারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাবন্ধা স্থলবন্দর লিমিটেড ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

বন্দর সূত্র জানায়, শনিবার সকাল থেকে টানা আট দিনের জন্য বন্ধ হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। ঈদ ও সরকারি ছুটির কারণে ৫ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৬ এপ্রিল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন বলেন, দেশের একমাত্র চতুদের্শীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত, ভুটান ও নেপালের বিভিন্ন প্রকার পণ্য আমদানি-রপ্তানি হয়। উভয় দেশের ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে আট দিন বন্ধের সিদ্ধান্ত হয়।

স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের (আইপিসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ঈদ ও সরকারি ছুটিতে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট কখনো বন্ধ হয় না। ছুটির সময়ে চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের বৈধ ভ্রমণকারীদের যাতায়াত কার্যক্রম স্বাভাবিক থাকবে।

(ঢাকা টাইমস/২৯মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা