সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫, ১৯:৫৮
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারী কলেজে বিদ্যুৎস্পষ্টে আমির হোসেন (৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় শরীফ হোসেন নামে আরো এক সহযোগী আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। আহত শরীফ এলাকার সুরুজ্জামান মিয়ার ছেলে৷

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ৩টার সময়ে সোনারগাঁ সরকারী কলেজে একটি বিকল বৈদ্যুতিক মোটর মেরামতের জন্য শরীফ ও আমির হোসেন যান। কলেজের বিজ্ঞান ভবনের একটি রুমে কাজ চলাকালিন সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং তার সহকর্মী শরীফ গুরুতর আহত হন। পরবর্তীতে এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যরা আহত শরীফকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম জানান, কলেজের মোটর লাইনের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুজন মিস্ত্রি বিদ্যুৎস্পষ্টে আহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করা হয়েছে।

এদিকে নিহতের ছোট বোন পারভীন আক্তারের দাবি, কলেজ কর্তৃপক্ষের গাফলতির কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তার স্ত্রী, সন্তানদের দায়িত্ব কে নেবে?

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের ভাষ্যমতে পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে একজন মারা যান। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করার আবেদন করেছেন। পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/০৭এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা