ভৈরবে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫, ২০:০৫
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে মাহাবুব হোসেন বিপ্লব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে রামনগর রেলওয়ে সেতুর নিকট থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

মৃত মাহাবুব হোসেন বিপ্লব নোয়াখালীর মাইজদি এলাকার কালাতরব গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে।

রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহাবুবের মরদেহটি ঢাকা-চট্রগ্রাম রেলওয়ে লাইনের নিকটে পাওয়া গেছে। এসময় তার শরীরের বিভিন্ন অঙ্গ কাটা ছিল। স্থানীয়দের ধারণা তিনি যেকোন ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়ে মারা যায়।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউছুফ বলেন, ‘দুপুরে দিকে খবর পাই রামনগর সেতুর নিকটে রেল লাইনে একটি লাশ পড়ে আছে। পরে রেলওয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করেছি। কিভাবে, কখন তিনি কোন ট্রেন থেকে পড়ে মৃত্যুবরণ করল তা আমি জানি না।’

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক খাজিম উদ্দিন জানান, আমরা দুপুর সাড়ে ১২টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুর ১টায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে তার সাথে থাকা মোবাইলের মাধ্যমে তার স্বজনদের খবর দিয়েছি।

(ঢাকা টাইমস/০৭এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা