মানিকগঞ্জে আ.লীগ নেতা মহীউদ্দীন কারাগারে

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা ১১টায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লার আদালতে জামিন আবেদন করেন তিনি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে ৪টি নাশকতা মামলা রয়েছে। এর মধ্যে তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানিকগঞ্জে গত ১৮ জুলাই, ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা হয়। গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।
(ঢাকা টাইমস/০৮এপ্রিল/এসএ)

মন্তব্য করুন