কলাপাড়ায় ইউএনও অপসারণ ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৫, ১৪:০৯
অ- অ+

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের অপসারণ, শাস্তি এবং দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলাপাড়া ও মহিপুরের সর্বস্তরের জনগণ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন রবিউল ইসলাম অন্তর ও মো. বনি আমিন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ইউএনও রবিউল ইসলাম কলাপাড়ায় যোগদানের পর থেকে সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান মহিবের সুপারিশে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছেন। তারা দাবি করেন, রবিউল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ ঘনিষ্ঠ একটি সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি অতিরিক্তভাবে উপজেলা ও পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে সাবেক প্রতিমন্ত্রীর সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে পুনরায় আওয়ামী লীগকে শক্তিশালী করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

এ সময় বক্তারা ইউএনও মো. রবিউল ইসলামের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও তার অপসারণের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

(ঢাকা টাইমস/২৫এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা