বাউফলে পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৩১| আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৬:৩০
অ- অ+

পটুয়াখালীর বাউফলে পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে মো. নাসির উদ্দিন (৫২) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। রবিবার মধ্য রাতে জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের হিজবুল্লাহ্ বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তিনি দগ্ধ হন।

মৃত মো. নাসির উদ্দিন কালিশুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ লোডশেডিং চলাকালীন নাসির উদ্দিনের দোকানে পেট্রোল নিতে আসেন এক বাইকার। এ সময় মোমবাতি জ্বালিয়ে পেট্রোল দিতে গেলে তার দোকানে আগুন লেগে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দোকানের আগুন নিয়ন্ত্রণে নেন এবং অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মধ্য রাতে তার মৃত্যু হয়।

নাসির উদ্দিনের সহকর্মী মাওলানা মোহাম্মদ মহসীন মীর জানান, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকা টাইমস/২৮এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা