মেঘনায় ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৬ লাখ মিটার অবৈধ ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সীগঞ্জ হতে বরিশালগামী ১টি লাইটার জাহাজটি তল্লাশি করে আনুমানিক ১৬ লাখ মিটার অবৈধ ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএম)
মন্তব্য করুন