ফরিদপুরে নিক্সনের আরেক ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেপ্তার  

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৪, ২১:৩৩
অ- অ+

ফরিদপুর- আসনের (ভাঙ্গা, সদরপুর চরভদ্রাসন) উপজেলা নিয়ে গঠিত সাবেক সংসদ সদস্য, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের আরেক ঘনিষ্ঠজন ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যার দিকে ফরিদপরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমার মোড় এলাকা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মেহেদী হাসান ডিক্রিরচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন। এর আগে নিক্সনের আরেক ঘনিষ্ঠজন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদারকে শহরের কমলাপুরের নিজবাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।

এরা দুজনই ফরিদপুর সদরে থেকেও নিক্সনের চ্যানেল রক্ষা করে চলতেন। এছাড়া ডিক্রিরচর এলাকায় পদ্মা নদী থেকে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলার দীর্ঘদিনের অভিযোগ রয়েছে মেহেদী হাসানের বিরুদ্ধে।

মেহেদী হাসান মিন্টুকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুটি মামলা রয়েছে। তাকে হত্যা মামলায় আপাতত গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে অপর মামলায়শৌন অ্যারেস্টদেখানো হবে।

পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায়, হত্যা মামলার বাদী ডিক্রিরচর ইউনিয়নের আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা রুমন শেখ। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সিএন্ডবি ঘাট টোল প্লাজার সামনে বিএনপির সমর্থিত প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পক্ষে পোস্টার সাটানোর সময় ডাঙ্গী গ্রামের বাসিন্দা হিরু শেখকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ঘটনায় নিহত হিরুর ছেলে রুমন শেখ সম্প্রতি মিন্টুকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এছাড়া শহরের কমলাপুর মহল্লার বাসিন্দা আজাদ শেখ বাদী হয়ে মিন্টুকে আসামি করে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আরেকটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কবির আহমেদ বলেন, মেহেদী হাসানকে আগামীকাল রবিবার আদালতে সোপর্দ করা হবে। তাকে পুলিশের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হবে।

মেহেদী হাসানের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের অভিযোগেও মামলা রয়েছে। ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন বাদী হয়ে মামলাটি করেন। তার বিরুদ্ধে অবৈধ উপায়ে এক কোটি সাত লাখ ৪৮ হাজার ১৭২ টাকা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ () ২৭ () ধারায় মামলাটি করা হয়।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা