বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা দিলো সাউথইস্ট ব্যাংক 

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৪, ১৭:০৯
অ- অ+

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ‘কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি’ ‘কৃষি যন্ত্রপাতি ক্রয়’ এবং ‘কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ’-এর জন্য কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন ব্যাংকের প্রধান কার্যালয়ে বেসরকারি সংস্থা ‘মৌসুমি’ এনজিওর মাধ্যমে প্রান্তিক কৃষকদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন। বিশেষ তহবিলের মাধ্যমে প্রদত্ত এই সহায়তা প্রান্তিক কৃষকদের উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি মৌসুমি এনজিওর সাথে সমন্বয় করে এই সহায়তা পাঠিয়েছে। সহায়তাপ্রাপ্ত কৃষকদের পাশাপাশি মৌসুমি এনজিওর চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ হোসেন শাহিদ ইকবাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা