এ আর রহমান ও সায়রার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আইনজীবী

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৪, ১৬:০৫
অ- অ+

গত ১৯ নভেম্বর আচমকাই ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার ঘোষণা দেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু। গায়কের স্ত্রীর আইনজীবী একটি বিবৃতিতে তাদের বিচ্ছেদের কথা শেয়ার করেন। এরপর নানা জল্পনা শুরু হয়, বিয়ের এতদিন পর বিচ্ছেদের কারণ নিয়ে। এবার সেটা নিয়ে মুখ খুললেন খোদ সায়রা বানুর আইনজীবী।

তবে শুধু রহমান এবং সায়রার বিচ্ছেদ নিয়ে নয়, সামগ্রিকভাবে বলিউডের ডিভোর্স প্রসঙ্গে এদিন মুখ খোলেন ওই আইনজীবী। দ্য চিল আওয়ার পডকাস্ট শোতে তিনি বলেন, ‘ওদের জীবনটা অনেক আলাদা। আমার মনে হয় না অবিশ্বাস ওদের সংসার ভাঙার কোনো কারণ। এক হচ্ছে একঘেয়ে বিবাহিত জীবন, কারণ একে অন্যের সবটা দেখে ফেলেছে, জেনে ফেলেছে। তাই কখনো এই একঘেয়েমি থেকে তারা বিয়ে থেকে সরে আসে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া আরও একটি কারণ হতে পারে সেখানকার আলাদা ধরনের যৌন জীবন। সাধারণ মানুষ বিয়ে থেকে যে ধরনের যৌনতা আশা করে, ওদের আশা সেক্ষেত্রে অনেকটাই বেশি। এছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্ক, ওয়ান নাইট স্ট্যান্ড তো আছেই।’

ওই আইনজীবী বলেন, ‘আমি বলিউডের অংশ নই। কিন্তু আমার কাছে যে কেসগুলো এসেছে বা আসে সেটার উপর ভিত্তি করে বললাম। মূল কারণ একঘেয়ে জীবন, একে অন্যকে গুরুত্ব না দেওয়া বা একে অন্যের কথা না শোনা।’

রহমান এবং সায়রার বিচ্ছেদের ঘোষণা আসার পরদিনই গায়কের টিমমেট মোহিনী দেও নিজের সঙ্গীর সঙ্গে ডিভোর্স ঘোষণা করেন। তখন অনেকেই ভাবেন যে, তবে কি গায়কের সঙ্গে তার কোনো বিশেষ সম্পর্ক আছে? কিন্তু সে জল্পনাতেও জল ঢেলে দেন সায়রার আইনজীবী।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
আইনজীবী সাইফুল হত্যায় চন্দনের সাত রিপনের পাঁচ দিনের রিমান্ড
ববি বিজনেস ক্লাবের সভাপতি মিরাজ, সম্পাদক মিম
ফ্যাসিস্ট হাসিনার পতনে নরেন্দ্র মোদি কষ্টে আছে: ড. আবদুল কাদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা