ঋণের প্রলোভনে ঢাকায় মানুষ জড়ো করা মোস্তফা আমীন কোথায়? বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য
‘বিনা সূদে একলাখ টাকা ঋণ’ দেওয়ার প্রলোভন দিয়ে দরিদ্র ও অসহায় মানুষকে ঢাকায় আনার ঘটনার মূলহোতা মোস্তফা আমীনকে নিজেদের হেফাজতে নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার গভীর রাতে তাকেসহ সাতজনকে হেফাজতে নেওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের সংগঠনের ব্যানারে প্রায় এক কোটি ৬০ লাখ অসহায় ব্যক্তিকে টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করা হয়। এতে মাথাপিছু এক থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। এই কথিত সংগঠনের উদ্দেশ্য ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিতর্কে ফেলা, যারা রাজধানীতে জড়ো হয়ে নাশকতা করবে। ফলে বহির্বিশ্বে মোস্তফা আমীন বোঝাতে চেয়েছিলেন এই সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। একারণে বাস, ট্রাকসহ বিভিন্ন বাহনে ঢাকায় আনা হয়। রবিবার গভীর রাত ও সোমবার সকালে তারা ঢাকায় আসেন।
আরও পড়ুন>> ‘বিনাসুদে ১ লাখ টাকা ঋণ’ দেওয়ার প্রলোভনে ঢাকায় বিপুল লোক জমায়েত, নেপথ্যে কী?
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ঢাকা টাইমসকে বলেন, “অহিংস আন্দোলন বাংলাদেশ বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি করতে চেয়েছিল। কিন্তু আমরা সক্রিয় থাকায় তা সম্ভব হয়নি। আমরা তাদের উদ্দেশ্য জানার চেষ্টা করছি।”
ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসএস/এফএ)
মন্তব্য করুন